শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০১:৪৬ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুরিনোতে বিশ্ব সিনেমার মহাযজ্ঞ: ২১ নভেম্বর শুরু ৪৩তম টুরিনো ফিল্ম ফেস্টিভ্যাল

আরমান হোসেন টুটুল।।  বিশ্ব সিনেমার সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি — টুরিনো ফিল্ম ফেস্টিভ্যাল (Torino Film Festival - TFF) — এবারে ৪৩তম আসরে পা রাখছে। ইতালির উত্তরাঞ্চলের শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র টুরিন শহরে আগামী ২১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে নয় দিনব্যাপী এই মহাযজ্ঞ। ইউরোপের অন্যতম প্রভাবশালী ও প্রাচীন এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে চলচ্চিত্র অনুরাগী, প্রযোজক, সমালোচক ও সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

১৯৮২ সালে যাত্রা শুরু করা টুরিনো ফিল্ম ফেস্টিভ্যাল ইউরোপীয় সিনেমার নবজাগরণের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত। প্রতি বছর এখানে উদীয়মান নির্মাতাদের পাশাপাশি অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ও অভিনেতারা। স্বাধীন, বিকল্প ও সমকালীন চলচ্চিত্র প্রদর্শনের ধারাবাহিকতায় এই উৎসব ধীরে ধীরে বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হলো ব্রিটিশ কিংবদন্তি অভিনেত্রী ডেম ভ্যানেসা রেডগ্রেভ-কে দেওয়া হবে আজীবন সম্মাননা “Stella della Mole”। চলচ্চিত্রে তাঁর চার দশকের অবদান ও অসাধারণ অভিনয়যাত্রার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে। এ উপলক্ষে উৎসবে প্রদর্শিত হবে তাঁর নতুন ছবি ‘The Estate’।

অন্যদিকে, দর্শকদের চমকে দিতে আসছেন ফরাসি অস্কারজয়ী তারকা জুলিয়েট বিনোছে (Juliette Binoche)। অভিনেত্রী হিসেবে বিশ্বখ্যাত এই শিল্পী এবার নিজের পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্রটি নিয়ে হাজির হচ্ছেন টুরিনো ফেস্টিভ্যালে, যা ইতোমধ্যেই ইউরোপীয় সিনেমা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এবারের উৎসবে থাকবে চারটি প্রধান প্রতিযোগিতামূলক বিভাগ—
১। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা
২।  আন্তর্জাতিক তথ্যচিত্র প্রতিযোগিতা
৩।  ইতালীয় তথ্যচিত্র প্রতিযোগিতা
৪।  ইতালীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

এছাড়াও থাকবে “Out of Competition” বিভাগ, যেখানে দেখানো হবে বিশ্বব্যাপী আলোচিত চলচ্চিত্র, প্রিমিয়ার ও ক্লাসিক রেট্রোস্পেকটিভ।

বিশ্বখ্যাত অভিনেতা পল নিউম্যানকে স্মরণ করতেও থাকছে বিশেষ রেট্রোস্পেকটিভ আয়োজন, যেখানে তাঁর অভিনীত কিংবদন্তি চলচ্চিত্রগুলো বড় পর্দায় প্রদর্শিত হবে—নতুন প্রজন্মের দর্শকদের জন্য এক বিরল অভিজ্ঞতা হিসেবে।

চলচ্চিত্রের পাশাপাশি টুরিনো ফিল্ম ফেস্টিভ্যাল এখন শহরের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পচর্চার প্রতীক। ইতালির প্রথম চলচ্চিত্র রাজধানী হিসেবে টুরিন আজও ইউরোপের সিনেমা-প্রাণ শহর। এখানেই জন্ম নিয়েছিল ইতালির প্রথম চলচ্চিত্র সংস্থা, এখান থেকেই শুরু হয়েছিল আধুনিক ইউরোপীয় সিনেমার যাত্রা। প্রতি বছর এই উৎসব তাই হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক সমাবেশ—যেখানে মিশে যায় অতীতের গৌরব, বর্তমানের সৃষ্টিশীলতা আর ভবিষ্যতের চলচ্চিত্র ভাবনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়