শিরোনাম
◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না: ড. ইউনূস (ভিডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের স্বর্ণকাণ্ড: আলমারি ভেঙে চুরির নাটক সাজিয়ে ৫৫ কেজি স্বর্ণ আত্মসাৎ কাস্টমস কর্মকর্তাদের ◈ এ‌শিয়া কা‌পের ফাইনালে উঠতে না পারায় ক্রিকেট প্রেমী‌দের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠিন সময়ে যীশুর প্রেরণা হয়ে উঠেছিলেন বলিউড শাহেনশা অমিতাভ

নানা চরাই-উতরাই পার করে ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের জায়গা পোক্ত করেছেন যীশু সেনগুপ্ত। এর মধ্যে পাড়ি দিতে হয়েছে নানা চ্যালেঞ্জ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের অভিজ্ঞতাই ভাগ করে নিলেন অভিনেতা। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সময় হতাশা থেকে অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন যীশু।

তবে সেই সময় তাকে মানসিক সমর্থন ও প্রেরণা জুগিয়ে পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। যীশু সেনগুপ্ত জানান, ২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘দ্য লাস্ট লিয়ার’-এর শুটিংয়ের সময় অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রথমবার দেখা হয়। ছবিতে অমিতাভ অভিনয় করছিলেন একজন মানসিক অসুস্থ থিয়েটার অভিনেতার চরিত্রে এবং যীশু ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক।

একটি কঠিন দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ঋতুপর্ণ ঘোষের বকাঝকা শুনতে হয় তাকে।

যীশুর ভাষ্যে, “আমার চরিত্রটিতে একটা ‘অ্যাটিটিউড’ দরকার ছিল। রিহার্সেলের সময় আমি ভুল করে স্যারের (অমিতাভ বচ্চন) সংলাপও বলে ফেলি। সংলাপ বলার গতিও ছিল তিন গুণ বেশি। ঋতুদা তখন আমাকে বকছিলেন।

’ঠিক তখনই পরিস্থিতি সামাল দেন অমিতাভ বচ্চন। তিনি ঋতুপর্ণ ঘোষকে থামিয়ে দিয়ে বলেন, ‘তুমি এই ছেলেটাকে বকছো কেন? ও কি অস্বীকার করতে পারে যে, আমি অমিতাভ বচ্চন?’

যীশু সেনগুপ্ত স্বীকার করেন, পরিচালকের ধমক ও নিজের ভুল এতই হতাশ করেছিল যে সে মুহূর্তে তার মনে হয়েছিল, ‘বাড়ি ফিরে গিয়ে অভিনয় ছেড়ে দেব।’ 

তবে এর পরই বদলে যায় দৃশ্যপট। অমিতাভ বচ্চন নিজে উদ্যোগ নিয়ে প্রায় ৩০ বার তার সঙ্গে রিহার্সেল করেন এবং তাকে সম্পূর্ণ স্বস্তি দেন।

কিন্তু কেন এমন করেছিলেন তিনি? যীশুর এই প্রশ্নের উত্তরে অমিতাভ বচ্চন শাহেনশা বলেছিলেন, ‘যীশু, মন খারাপ করো না।

আমাদের দুজনেরই নিজস্ব দর্শক আছে, কিন্তু এটা আমার ধাঁচের ছবি নয়। যখন দর্শক ছবিটা দেখতে আসবে, যদি আমি ভালো করি আর তুমি না পারো, তাহলে দৃশ্যটাই কাজে দেবে না, আর সেটা হলে ছবিটাই কাজ করবে না। তাই এটা আমার দায়িত্ব, তোমার পারফরম্যান্সও যেন ভালো হয়।’ সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়