শিরোনাম
◈ লাগাম টানা হলো পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায়, ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন (ভিডিও) ◈ রাজনৈতিক দলের ৬ নেতাসহ ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ◈ এ‌শিয়া কা‌পে সুপার ফোরেও ভারতের কাছে দিশাহারা পাকিস্তান, হার‌লো ৬ উই‌কে‌টে ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি, যা বললেন নেতানিয়াহু ◈ ফেসবুক নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ ◈ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি ◈ দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ ◈ শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনা‌লে বাংলাদেশ  ◈ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির আরও দুই নেতা ◈ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছাত্র-স্থানীয়দের সংঘর্ষ কেন বাধে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লপ ছবির নায়িকা থেকে ৬০০ কোটি টাকার মালিক: সফল বলিউড তারকা কারিনা

সূত্র- ইন্ডিয়াডটকম: দেখতে দেখতে জীবনের ৪৫ বসন্তে পা রাখলেন ‘পু’ কারিনা কাপুর। ১৯৮০ সালের আজকের এই দিনে (২১ সেপ্টেম্বর) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে কারিনার।

ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও নায়িকা হিসেবে তার উপস্থিতি নজর কাড়ে। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত নায়িকার পুরস্কার পান কারিনা। ঠিক সে সময়েই তার কাছে প্রস্তাব এসেছিল রাকেশ রোশন পরিচালিত  ‘কাহো না…পেয়ার হ্যায়’ সিনেমার কিন্তু কারিনা সিনেমাটি ফিরিয়ে দেন। বাণিজ্যিক সাফল্যের সহজ পথে না গিয়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের মতো করে চলার রাস্তা। ওই বছরে সেই সিনেমাটিই হয়ে উঠে বছরের সবচেয়ে বড় হিট। 

পরের বছর, ২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ অভিনয়ের ডাক পান। দীর্ঘ ক্যারিয়ারে তার  সেই ‘পু’ চরিত্রটি এখনো অন্যতম। সিনেমাটিতে তার সেই সংলাপ, ভঙ্গিমা মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সরব।

২০০৪ সালে ‘চামেলি’ ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ালেন। এরপর ২০০৬ সালে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’য় ডলি মিশ্র চরিত্রে অভিনয় কারিনাকে এনে দেয় ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার। এক কথায়, তিনি প্রমাণ করলেন, কারিনা শুধু সৌন্দর্য নয়, তিনি অভিনয়শিল্পীও।

এরপর ২০০৭ সালে ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ সিনেমা দিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ছবিটির গীত চরিত্র দর্শকের হৃদয় জয় করে নেয়। ছবিটির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারও পান কারিনা।

২৫ বছর পেরিয়ে কারিনা যেন আজও সাফল্য আর স্টাইলের চিরসবুজ প্রতীক। ‘গোলমাল ৩’-এ টমবয় থেকে শুরু করে ‘উড়তা পাঞ্জাব’-এ চিকিৎসকের চরিত্র কিংবা থ্রিলার ‘জানে জা’; সব ক্ষেত্রেই তিনি নিজেকে নতুনভাবে হাজির করেছেন। বলিউডে যেখানে স্থায়িত্ব দুর্লভ, সেখানে কারিনা কাপুর যেন অনন্য। 

‘রিফিউজি’ দিয়ে অভিষেক, এরপর এ পর্যন্ত ৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন কারিনা। ২৫ বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৮৫ কোটি রুপি (৬০০ কোটি টাকার বেশি)। সূত্র: কালের কণ্ঠ 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়