শিরোনাম
◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির ◈ রাজনৈতিক বিশ্বাসের অপবিত্রতা দূর করতে: গাজীপুরে বিএনপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে শুদ্ধি অভিযান  ◈ ভিসা মিললেও পা‌কিস্তান এশিয়া কাপ হকিতে ভারতে দল পাঠাতে রাজি নয়  ◈ পুমাস‌কে হা‌রিয়ে লিগস কা‌পের কোয়ার্টার ফাইনালে মে‌সির ইন্টার মায়ামি  ◈ কাশারি বাড়ির কবরস্থানজুড়ে আজও বুকফাটা কান্না ◈ আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু: সচিবালয়ে প্রধান উপদেষ্টা ◈ চেতনানাশক খাওইয়ে কুড়িগ্রামে এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার ◈ অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব ◈ এবার ভারতীয় মিডিয়ার রোষানলে শেখ হাসিনা! কাঠগড়ায় মোদি (ভিডিও)

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমনও সময় গেছে, যখন ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কেঁদেছি: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। তবে এই পথচলা সহজ ছিল না—চ্যালেঞ্জ আর স্ট্রাগলই ছিল তার সঙ্গী।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অভিনয় জীবন ও নতুন কাজ নিয়ে কথা বলেন তিনি। এবারই প্রথম, নিজের পছন্দের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তানিয়া বৃষ্টি। আওরঙ্গজেবের রচনায় এবং তুহিন হোসেনের পরিচালনায় নির্মিত নাটক ‘জয়িতার দিনরাত্রি’-তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। চরিত্রটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

তানিয়া বলেন, ‘জয়িতা যে চড়াই-উতরাই পার করে, হয়তো তেমনটা আমার জীবনে আসেনি। তবে আমি যে অবস্থানে আজ দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছাতে অনেক কঠিন সময় পেরোতে হয়েছে। অনেক স্ট্রাগল করেছি।’

তিনি আরও জানান, ‘অনেক সময় দেখা গেছে, আমার শিডিউল নেওয়া হয়েছে, আমি অন্য কাজ ছেড়ে অপেক্ষায় থেকেছি, কিন্তু শেষ মুহূর্তে বলা হয়েছে কাজটি হচ্ছে না—হয়তো নায়ক চায়নি, কিংবা অন্য কোনো কারণ। এমন বহু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো হার মানিনি।’

ব্যক্তিগত কষ্টের কথাও শেয়ার করে তানিয়া বলেন, ‘কিছু ব্যাপার পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। এমনও সময় গেছে, যখন ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কেঁদেছি—যাতে কেউ না শুনে। সেই সময়গুলো পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছি। জয়িতার চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই স্ট্রাগলের প্রতিচ্ছবি যেন আবার অনুভব করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়