শিরোনাম
◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান ◈ জেলেই বসে গরু চোরাচালান সিন্ডিকেট চালাচ্ছেন ‘ডাকাত’ শাহীন ◈ আবারও কি এক হচ্ছেন শাকিব-বুবলী? রোমান্টিক মুডে ধারা দিলেন দুই তারকা ◈ বেনাপোল কাস্টমস হাউস থেকে সরানো হলো  দেড় শতাধিক এনজিও কর্মীদের ◈ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে নৈতিক গুণাবলীসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা প্রধান উপদেষ্টার ◈ কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না : হাসনাত আবদুল্লাহ ◈ ছাত্রদলের ৯ দফা ঘোষণা: গণঅভ্যুত্থানের লক্ষ্যপূরণে অঙ্গীকার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল অভিনয়ের জন্যই নয়, বরং নিজের স্পষ্টবাদী মনোভাব ও সামাজিক-রাজনৈতিক সচেতনতার জন্যও বরাবর আলোচনায় থাকেন। নানা ইস্যুতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাখুলি মতপ্রকাশ করে থাকেন তিনি।

জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ও ফারিয়া সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছিলেন। আর ১ আগস্ট, ফের নিজের ক্ষোভ ঝাড়লেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ফেসবুক পোস্টে তিনি যেমন হতাশা প্রকাশ করেছেন, তেমনই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও।

ফারিয়া তার পোস্টে লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে ফারিয়া লিখেছেন ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ তার অবস্থান নিয়ে বিতর্ক করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়