শিরোনাম
◈ মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা  ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২৮ জুন  চ্যানেল আইতে ফেরদৌসী রহমান

মনিরুল ইসলাম: ২৮ জুন সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমান-এ রসঙ্গীত জীবন নিয়ে অনেক অনেক কথা হবে চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথন অনুষ্ঠানে।

৮৪ তম  তার জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ের এই বিশেষ অনুষ্ঠানটি সাজানো হয়েছে বর্ণাঢ্য কলেবরে। তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। 

তাকে  শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রিয় দুই মুখ মিঠু ও মন্টি। তাদের সঙ্গে থাকবেন একদল নতুন প্রজন্মের শিশু। এছাড়াও ফেরদৌসী রহমানকে শুভেচ্ছা জানাবেন এসো গান শিখি’র প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সানজিদা। 

প্রযোজনা করবেন অনন্যা রুমা। বিশেষ তারকা কথন অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর ১২:১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। 

প্রসঙ্গত, সঙ্গীত পরিবারে জন্ম তার। পল্লীগীতি সম্রাট আব্বাসউদ্দীনের তনয়া তিনি। তার ভাই বিখ্যাত কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। ভাইবোনই শুধু নয় বাংলাদেশের সঙ্গীতকে ধারণ লালন করেন তাদের পরিবারের অন্য সদস্যরাও। ফেরদৌসী রহমান ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় গানে হাতে খড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ফেরদৌসী রহমানের বড় ভাই (সাবেক প্রধান বিচারপতি) মোস্তফা কামাল। 

১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন। ৬০ ও ৭০-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা ২৫০-এর কাছাকাছি। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। তখন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ১৯৫৬ সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৬৪ সালের ২৫ শে ডিসেম্বর সন্ধ্যা সাতটায় তিনি বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। ২৭ ডিসেম্বর ‘এসো গান শিখি’ গানের অনুষ্ঠান শুরু করেন তিনি। ১৯৫৭ সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচ এম ভি থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়