শিরোনাম
◈ মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা  ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশের সিনেমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে : শাকিব খান

মনিরুল ইসলাম: বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নতির পথে এক কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তিনি বলেন, "এই মহল শুধু সিনেমার বিরুদ্ধেই নয়, বরং দেশের সংস্কৃতি ও অগ্রগতির বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।"

রোববার রাতে রাজধানীর মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা সাবিলা নূর, পরিচালক রায়হান রাফী, চরকির সিইও রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ ‘তাণ্ডব’ টিমের অন্যান্য সদস্যরা।

প্রদর্শনীতে শাকিব খান ও সাবিলা নূর মিলিয়ে একই রঙের পোশাকে হাজির হয়ে নজর কাড়েন।

পাইরেসির অভিযোগ নিয়ে শাকিব খান বলেন, “‘তাণ্ডব’ ও ‘বরবাদ’ সিনেমার পাইরেসি পরিকল্পিতভাবে করা হয়েছে। তারা ভেবেছিল পাইরেসির মাধ্যমে সিনেমার গতি থামিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো, পাইরেসির পর দর্শকের আগ্রহ আরও বেড়েছে। গুলিস্তান থেকে গুলশান—সবখানে ‘তাণ্ডব’ দর্শকদের মন জয় করছে। সিনেমা ভালো চলছেই, আরও চলবে।”

তিনি বলেন, “একটি দেশের কৃষ্টি ও সংস্কৃতি বহন করে তার চলচ্চিত্র। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যখনই আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করছে, তখনই কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

শাকিব খান বলেন, "বাংলাদেশের সিনেমা বিশ্বদরবারে যখন জায়গা করে নিচ্ছে, তখনই একটি মহল এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তবে সিনেমাপ্রেমী দর্শকদের ভালোবাসাই তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়