শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পরিচালক সুভাষ ঘাইয়ের ওপর হাত তুলেছিলেন সালমান

একবার এক পার্টিতে পরিচালক সুভাষ ঘাইয়ের ওপর হাত তুলেছিলেন সালমান খান। এরপর অবশ্য বাবা সেলিম খানের হস্তক্ষেপে সুভাষ ঘাইয়ের কাছে ক্ষমাও চেয়ে নেন বলিউডের ভাইজান। আসলে সেদিন কি ঘটেছিল?

জানা যায়, পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে ঝগড়া হয় সালমান খানের। একটি পার্টিতে সুভাষ ঘাই তাকে চামচ, প্লেট দিয়ে মেরেছিলেন এবং তার জুতায় প্রস্রাবও করে দেন। তারপর রাগে সালমান তার গায়ে হাত তোলেন।

এই বিষয়ে ২০০২ সালে ‘লহেরন’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সালমান কথা বলেছিলেন। অভিনেতা বলেছিলেন, সুভাষজি আমার মুখের উপর প্লেট দিয়ে মারতে থাকেন। হঠাৎই ঘাড় চেপে ধরেছিলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রথমে রেগে গিয়ে নিজেই নিজেকে আঘাত করেছিলাম। একটা সময়ে সুভাষ ঘাইয়ের গায়ে হাত তুলে ফেলেছিলাম। কিন্তু পরের দিনই আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।

সেলিম খানের হস্তক্ষেপে সালমান ও সুভাষ ঘাইয়ের মধ্যে ঝগড়ার অবসান ঘটে। তিনি তার ছেলেকে বলেন সুভাষ ঘাইয়ের কাছে ক্ষমা চাইতে।

এই প্রসঙ্গে সেলিম একটি সাক্ষাৎকারে বলেন, ঝগড়ার পরের দিন সকালে আমি চা খাচ্ছি, সালমান আমার কাছে এসে আগের রাতের ঘটনাটি জানায়। আমি ওকে বলি সুভাষ ঘাইয়ের কাছে ফোন করে ক্ষমা চাইতে।

এরপর যদিও সুভাষ ঘাই এবং সালমানের মধ্যেও সবকিছু ঠিক হয়ে যায়। ২০০৮ সালে সুভাষ সালমানকে নিয়ে ‘যুবরাজ’ ছবিটি তৈরি করেছিলেন। যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন চমক তৈরি করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়