শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর আগে দেওয়া তানিন সুবহার সেই ‘রহস্যময় পোস্ট’ নিয়ে আলোচনা

অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন অভিনেত্রী তানিন সুবহা। দীর্ঘ ৮ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার সৃষ্টি দিয়েছে তার একটি ফেসবুক পোস্ট। গত ১৯ মে তানিন এক ফেসবুক পোস্টে জানান, তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে বিশ্বাস হওয়ার কথা। কেননা তিনি এর শিকার বলেও মনে করতেন।

১৯ মে তানিন সুবহা ফেসবুকে লিখেছিলেন, ‘কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরে আনাচে-কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন? আমিতো কারো ক্ষতি করিনি। লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।’

তানিন সুবহা ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার কিছুদিন পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে। তারপর থেকে শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১০ জুন মৃত্যু হয় এই অভিনেত্রীর।

তানিন সুবাহর মৃত্যু এবং তার ফেসবুক পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন। আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন অনেকেই।

বলা দরকার, আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে। এরপর তাকে দেখা গেছে মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে।

নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’র মধ্যদিয়ে পা রাখেন বড়পর্দায়। এরপর কাজ করেছেন বেশ ক’টি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার চালাতেন এই অভিনেত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়