শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিনে কতো আয় করলো সালমান খানের ‘সিকান্দার’?

প্রথমবারের মতো জুটিবেধে অভিনয় করেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। স্বভাবতই দুই তারকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তদের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে ৩০ মার্চ (রবিবার)।

‘সিকান্দার’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৩০.০৬ কোটি রূপি। দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন (সোমবার) আয় বেড়ে দাঁড়ায় ৩৯.৩৭ কোটি রূপিতে। এদিন শুধু ভারতেই আয় করেছে ৩৩.৩৬ কোটি রূপি।

স্যাকনিল্কের মতে, সোমবার বিকেলের শোতে সিনেমাটি ২৬.৭০ শতাংশ, সন্ধ্যার শোতে ৩০.১৮ শতাংশ এবং রাতের শোতে ৩৩.১২ শতাংশ দর্শক দেখেছে।

অনেকে ‘সিকান্দার’কে ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর আয়ের সঙ্গে তুলনা টেনেছেন। সেই হিসেবে ‘পুষ্পা ২’-এর প্রথম দিনের আয়ের তুলনায় অনেক পিছিয়ে আছে ‘সিকান্দার’। প্রথম দিনে ‘পুষ্পা ২’৬৭ কোটি রুপি আয় করেছিলো। যেখানে ‘সিকান্দার’ আয় করেছে ৩০.০৬ কোটি রুপি।

বলা দরকার, ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশী প্রমুখ।

উল্লেখ্য, এটি পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস। সূত্র: এনডি টিভি 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়