শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপিও আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিসিআর এ -এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম  : বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) –এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  ২৬ মার্চ ঢাকার একটি  চাইনিজ রেস্তোরাঁয় বিসিআরএ-এর আয়োজনে দোয়া ও এই  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক মারা গেছেন তাদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে বিসিআরএ-এর সভাপতি  সাংবাদিক ও আমাদের  নতুন সময় এর সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের মাঝে কয়েকজন বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন, কিংবদন্তী নায়িকা নূতন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শাহীন চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, চিত্রনায়ক অমিত হাসান , চিত্রনায়ক ডিএ তায়েব,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী ,সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রফিক মোহাম্মদ, ফিল্ম ক্লাবের সভাপতি লায়ন  এম নজরুল ইসলাম চৌধুরী। 

পরবর্তীতে মরহুমদের জন্য দোয়ার পর ইফতারে অংশগ্রহণ করেন সকলে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, চিত্র নায়ক সজল,চিত্র নায়িকা  পলি, চিত্র নায়িকা মুক্তি,  বিশিষ্ট কণ্ঠশিল্পী শাহনাজ বেলী, কণ্ঠশিল্পী তামান্না হক, কণ্ঠশিল্পী জারা অন্তরা, মিসেস অমিত হাসান, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: ইকবাল, সাবেক  সিনিয়র জেল  সুপার ফরমান আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি গ্যালমন শফি, দেশ নিউজ২৪ এর  প্রকাশক রোকেয়া চৌধুরী বেবী, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক কুদরত ই খোদা,সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ, সাংবাদিক মাজহার বাবু, সাংবাদিক ও গীতিকার জাহিদ আকবর, সাংবাদিক এন আই বুলবুল, নৃত্য পরিচালক ইউসুফ খান, স্বপ্নের মাকেটিং হেড কামরুজ্জামান  মিলু, চিত্রনায়ক কায়েস আরজু, অভিনেতা মুকিত জাকারিয়া,  অভিনেত্রী কেয়া, অভিনেত্রী কামরুন্নাহার আন্না, অভিনেতা সোহেল, সংগীত পরিচালক মাহমুদ সানি, মডেল- অভিনেত্রী বন্নি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, রুহুল আমিন ভুইয়া, আসিফ আলম, রোমান রয়, রিফাত কবীর, বিসিআরএ’র সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক, চিত্রনায়িকা  নাহিদা আশরাফ আন্না, কণ্ঠশিল্পী মার্লিন, সাগর সিদ্দিকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়