শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০২:১২ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঞ্জন নয়, উত্তর দিলেন নির্মাতা রায়হান রাফী

তুফান’ ঝড়ের পর এবার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। আর নতুন সিনেমার নাম ‘লায়ন’। ইতিমধ্যেই শোবিজে গুঞ্জন রটেছে- রাফীর নতুন সিনেমায় কাজ করবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ আর এবার বাংলার চঞ্চল চৌধুরী।

তবে এবার আর গুঞ্জন নয়, উত্তর দিলেন রাফী নিজেই। জানালেন, ‘লায়ন’-এ থাকছেন কলকাতার অভিনেতা জিৎ আর দেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।

রাফীর কথায়, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি “লায়ন”। নায়ক থাকছেন দুজন। একজন টালিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’

নির্মাতা আরও বলেন, ‘যুদ্ধ হবে। তবে এখনই নয়। রাজ হয়ে উঠতে শরিফুল রাজকে আরেকটু সময় দিতে হবে। “লায়ন” সেই সময়ের অনেকটাজুড়ে থাকছে। রাজকে নিয়ে “পরাণ” ও “দামাল” করার পর আমি লম্বা সময় নিয়েছি। চেয়েছি ওকে নিয়ে একটা তুমুল অ্যাকশন ছবি বানানোর। “লায়ন” সেই ছবিটি। এখানে জিৎ ও রাজ পাল্লা দিয়ে কাজ করবে।’

রাফী নিশ্চিত করেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের সিনেমা নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন।

তিনি জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউডের। সেটি শিগগিরই জানান দেবে নির্মাতা। আর আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’র শুটিং শুরু হচ্ছে।

সিনেমাটি প্রযোজনায় ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেই মোতাবেক, এই সিনেমার বাজেট ছাড়াবে ‘তুফান’ কেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়