শিরোনাম
◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বিয়ে করলেন না কঙ্গনা রনৌত !

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রনৌত, যার আচরণ নিয়ে প্রায়শই আলোচনা হয়। বলিউডের সুপারস্টার শাহরুখ খান থেকে শুরু করে রাজনীতির ময়দানে রাহুল গান্ধী—কোনো বিতর্কিত ব্যক্তিত্বকে ছাড় দেন না তিনি। তবে তার ব্যক্তিগত জীবনে প্রেমের খেলা কম হয়নি। বিভিন্ন সময় বিবাহিত-অবিবাহিত প্রেমিকদের সঙ্গে লিভ-ইন সম্পর্কেও ছিলেন তিনি। কিন্তু কোনো সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি।

বয়স এখন ৩৮। ফলে বিয়ে না হওয়ার বিষয়ে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হন কঙ্গনা। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তাকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণেই তিনি বিয়ে করতে পারছেন না। এ প্রসঙ্গে তিনি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলেন, বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো। আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত।

কঙ্গনা আরো বলেন, আমার মনে হয় বাচ্চা নেয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে আমি বিয়ে করতে পারছি না। আমার বিরুদ্ধে এত বেশি মামলা রয়েছে যে যখনই আমি কারো সঙ্গে ঘনিষ্ঠ হই, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা সমন পাঠানো হয়। একবার তলব করা দেখে আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়!

কঙ্গনার এই মন্তব্য যেমন বিতর্কের জন্ম দিয়েছে, তেমনি তার আসন্ন সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়ে উত্তেজনাও কম নেই। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে, কিন্তু শিখ সম্প্রদায়ের অভিযোগের কারণে ছবিটির মুক্তি আটকে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। তাদের দাবি, সিনেমাটিতে শিখদের অপমান করা হয়েছে, যা তারা মেনে নিতে পারেনি। সূত্র : ভোরের কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়