ভারতের আদানি পাওয়ারকে বকেয়া অর্থের উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে পরিশোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে এখনো বাংলাদেশের কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাবে কোম্পানিটি। এই বকেয়া অর্থ বাংলাদেশ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছেন আদানি পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা। খবর: রয়টার্স
২০১৭ সালে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার। তবে গত বছরের আগস্টে এক ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়। যার প্রভাব পড়ে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতেও।
এরপর এক পর্যায়ে আদানি গত বছর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। কোম্পানিটির সিএফও দিলীপ ঝা বলেছেন, বকেয়াসহ মাসিক পরিশোধ শুরু করার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
ঝা বলেন, আমরা বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তাছাড়া আমরা এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি।
তিনি বলেন, আমরা আশাবাদী যে বাংলাদেশ শুধু বর্তমান বিলই পরিশোধ করবে না। বরং পুরোনা পাওনাও মিটাবে।
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের সম্পূর্ণ বিলের মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। অনুবাদ: জাগোনিউজ২৪