শিরোনাম
◈ শাটডাউনেও ক্লাস করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ ◈ এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ◈ বড় পরিবর্তন আসছে গ্রিন কার্ডের আবেদনে ◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল ◈ বাংলাদেশের বিমানবাহিনীর আধুনিকায়ন: চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ ◈ এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট!

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

জমে উঠছে ডাকসুতে ভোটের লড়াই

মহসিন কবির: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই মধ্যে প্রার্থীদের দৌড়-ঝাঁপ বেড়েছে ভোটারদের কাছে। সরগরম হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। 

৯০ সালের নির্বাচনের পর গণরুম-গেস্টরুম সংস্কৃতি চালু করেছিল। এবার ডাকসুর পর আবারও সেই দিনগুলো ফিরে আসবে কিনা, শিক্ষার্থীরা তা নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সহ-সবাপতি (ভিপি) পদপ্রার্থী আব্দুল কাদের। বুধবার (২৭ আগস্ট) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে একটা গোষ্ঠী ৯০-এর ডাকসু নির্বাচনের পর গণরুম-গেস্টরুম সংস্কৃতি চালু করেছিল। এবার ২০২৫ সালের ডাকসুর পর আবারও সেই দিনগুলো ফিরে আসবে কিনা, শিক্ষার্থীরা তা নিয়ে শঙ্কিত।

আব্দুল কাদের জানান, ৫ আগস্টের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও ভয় দেখা দিয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটা ছেলে-মেয়ে পাশাপাশি বসলে তাদের মোরাল পুলিশিংয়ের শিকার হতে হচ্ছে। চারুকলায় প্রচারণায় গেলে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, আর সেখানকার শিক্ষার্থীরা নিজেদের শঙ্কার কথা আমাদের জানিয়েছে।

এর আগে নির্বাচন কমিশন সকালে সব প্রার্থীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের দিক-নির্দেশনা দেন। নির্বাচনে আচরণবিধি মেনে চলার আহ্বান জানায় কমিশন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে রুমমেটকে ‘হত্যাচেষ্টা’ অভিযোগে মামলা করা হয়েছিল।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আসাদুল ইসলাম জালালকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। জালালের পক্ষে জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জালালের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষে ভোটের ফলাফল দিতে দেরি হলে একটি পক্ষ ফল পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
উমামা বলেন, ‘ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার মধ্যে সময় বেশি নেয়া যাবে না‌। কারণ বিলম্ব হলে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে একটি পক্ষ।’  
 
কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা হলের কেন্দ্র সমাজকল্যাণ ইনস্টিটিউটে দেয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র এই ভিপি প্রার্থী। তিনি বলেন, ‘মেয়ে ও ছেলেদের হলের ঘোষিত ভোটকেন্দ্র পরিবর্তন করতে হবে। এখন নির্ধারিত কেন্দ্র অনেক দূরে। নির্বাচনের দিন বাস কতগুলো চলবে সেগুলো আগেই ঘোষণা করতে হবে।’ হলের প্রচারণার সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত করার দাবি জানিয়ে উমামা বলেন, ‘হলে প্রবেশের ক্ষেত্রে শিথিলতা আনতে হবে।’

ডাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্যানেলের টাঙানো ব্যানার সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স। বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ব্যানার নামিয়ে ভ্যানে করে নিয়ে যায় প্রশাসন।

এর আগে ২৬ আগস্ট সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার অনুমতি দেওয়া হয়। তখন টিএসসি, সামাজিক বিজ্ঞান চত্বর, চারুকলা, হলপাড়া এবং কার্জন হলে ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, স্বতন্ত্র জামালুদ্দীন খালিদ ও মাহিন সরকারের ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ব্যানার টাঙাতে দেখা যায়। 

তবে প্রশাসনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা যেকোনো হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট বিলি করা যাবে। তবে ক্যাম্পাসের কোথাও এগুলো টাঙানো কিংবা প্রদর্শন করা যাবে না।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেল। বুধবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে এ দাবি জানিয়েছে তারা।

এ সময় এই প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী শেখ তানভীর বারী হামিম, এজিএস (সহসাধারণ সম্পাদক) প্রার্থী তানভীর আল হাদীসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপ বন্ধের দাবি জানিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় ছাত্রদল–সমর্থিত প্যানেলটি। পরে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে ব্রিফিং করে প্যানেলের প্রার্থীরা তাঁদের দাবি তুলে ধরেন।

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটারের জন্য মাত্র ৮টি কেন্দ্র রাখা হয়েছে। ভোট দিতে প্রত্যেক শিক্ষার্থীর গড়ে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। সেই হিসাবে একটি কেন্দ্রে সারা দিনে সর্বোচ্চ দেড় হাজার ভোট পড়তে পারে। অথচ প্রতিটি কেন্দ্রে চার থেকে পাঁচ হাজারের বেশি ভোটার রয়েছেন। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নির্বিঘ্নে ভোট দেওয়া নিয়ে একধরনের শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবনকে ‌‘পেপারলেস’ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে প্রশাসনিক কাজের দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা ও অযথা হয়রানির অবসান ঘটিয়ে রেজিস্ট্রার ভবনকে আধুনিক ও ডিজিটালাইজড করা হবে।

বুধবার (২৭ আগস্ট) ঢাবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাদিক অভিযোগ করেন, ভর্তি থেকে শুরু করে যেকোনো প্রশাসনিক কাজ করতে হলে বর্তমানে শিক্ষার্থীদের একাধিকবার আবেদন জমা দিতে হয়—হলে, বিভাগে, অনলাইনে, এমনকি ব্যাংকেও আলাদাভাবে লেনদেন করতে হয়। সব প্রক্রিয়া শেষ করার পরও রেজিস্ট্রার ভবনে এসে শিক্ষার্থীদের প্রায়ই ‘লাঞ্চের পর আসেন’, ‘আগামীকাল আসেন’ ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি জয়ী হলে প্রশাসনিক ভবন পুরোপুরি ডিজিটাল করা হবে। শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে সব ধরনের আবেদন ও পেমেন্ট করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘উচ্চশিক্ষা সেল’ গঠন করা হবে, যা অনলাইনে সার্টিফিকেট যাচাই, প্রেরণসহ যাবতীয় সেবা দেবে।”

গোলাপ নিয়ে ভোটারদের কাছে ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক প্রার্থীগোলাপ নিয়ে ভোটারদের কাছে ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী

এবারের ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। ৫০৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ জন পুনরায় আপিল করেননি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়