শিরোনাম
◈ টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ৮৪ জন উদ্ধার ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডার স্বীকৃতি দেওয়ার অর্থ কী? ◈ লাগাম টানা হলো পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায়, ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন (ভিডিও) ◈ রাজনৈতিক দলের ৬ নেতাসহ ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ◈ এ‌শিয়া কা‌পে সুপার ফোরেও ভারতের কাছে দিশাহারা পাকিস্তান, হার‌লো ৬ উই‌কে‌টে ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি, যা বললেন নেতানিয়াহু ◈ ফেসবুক নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ ◈ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি ◈ দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ ◈ শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনা‌লে বাংলাদেশ 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৩ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম  : রাজধানীর খিলগাঁও থানাধীন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টা থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ (ওসাক)-এর প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক হাবিবুর রশীদ হাবিব। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ আখন্দ, ওসাকের উপদেষ্টা শফিউল্লাহ ভূঁইয়া অনি, ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন রিপন, সাবেক ভিপি আব্দুর রাজ্জাক হাওলাদার, বাংলা বিভাগের প্রধান রোকেয়া চৌধুরী বেবী, ওসাকের উপদেষ্টা ও বিএনপি নেতা হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ওসাকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু এবং সভাপতিত্ব করেন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলীম পান্না।

আলোচনা সভায় বক্তারা ওসাকের যাত্রাকে স্বাগত জানিয়ে সংগঠনটিকে একটি সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হাবিবুর রশীদ হাবিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছিলেন। জমি সংক্রান্ত সমস্যার সমাধানসহ নগদ অর্থ প্রদান করেছিলেন। এছাড়া জননেতা মির্জা আব্বাসও কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।”

দিনব্যাপী আয়োজনে সকালে প্রবেশপথে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা পরিচয়পত্র ও গিফট ব্যাগ সংগ্রহ করেন। দুপুরে পরিবেশিত হয় কাচ্চি বিরিয়ানির ভোজ, বিকেলে ছিল চা, কফি, চটপটি ও ফুচকার আয়োজন।

বিকেলে কলেজের প্রাক্তন ছাত্র ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া-এর আগমনে মিলনমেলায় প্রাণচাঞ্চল্য বাড়ে। এসময় ওসাকের সাধারণ সম্পাদক মানুর হাত থেকে তিনি ও সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক সুমন চৌধুরী সম্মাননা স্মারক গ্রহণ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন রানার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী হাবিবুল্লাহ ভূঁইয়া, স্বপন, অপু প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক সুমন চৌধুরী। এছাড়া মঞ্চ মাতান শিল্পী চঞ্চল, রানা, সুমাইয়া এবং ছোট জেমস খ্যাত সজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়