শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: পোলিং এজেন্ট নিয়ে যে অভিযোগ জানালেন উমামা ফাতেমা (ভিডিও)

কেন্দ্রের ভেতরে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ‘পোলিং এজেন্ট সংক্রান্তও অনেক ঝামেলা হয়েছে। এগুলো নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন যে, এখানে কতটা লেভেল ফ্লেয়িং ফিল্ড আছে কতটুকু পরিমাণে, আবার সাবোট্যাজ হয় কি না, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

মঙ্গলবার সকালে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব অভিযোগ করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, ‘প্রার্থীদের তো কেন্দ্রের ভেতরে যাওয়ার কথা না, প্রার্থীরা অনেক ক্ষেত্রে যাচ্ছেন। প্রার্থীরা অনেকে ব্যক্তিগতভাবে যাচ্ছেন ছেলেদের হলগুলোর কেন্দ্রে, পোস্টার লিফলেট এগুলো বিলি হচ্ছে। আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন।’

এর আগে এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এবারের ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৬৩৯ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়