শিরোনাম
◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং ◈ দেশের চামড়াশিল্প নিয়ে আমরা অপরাধ করেছি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত?

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩৫০ কোটি টাকা।

সারা দেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ১২তম গ্রেডপ্রাপ্ত ১১৫৪ জনের বেতন-ভাতা বাড়বে।

এ ছাড়া ১১তম গ্রেডপ্রাপ্ত ১৩৮৫৪ জনের বেতন-ভাতাও বাড়বে। তবে উচ্চতর গ্রেডপ্রাপ্ত ১৬৩৮৮ জনের কোনো বেতন-ভাতা বাড়বে না।

২২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। তাতে প্রধান শিক্ষকরা আগে কত টাকা বেতন ও ভাতা পেতেন, আর দশম গ্রেড বাস্তবায়ন হলে কত পাবেন—তা নিয়ে পরিপূর্ণ হিসাব ছিল।

ওই প্রস্তাবনা অনুযায়ী, বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত ১ হাজার ১৫৪ জন ১২তম গ্রেড পাচ্ছেন। তাদের দশম গ্রেডে উন্নীত করা হলে তারা মূল বেতন বেশি পাবেন ৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ৪২ শতাংশ হারে বাড়িভাড়া বাড়বে। যার পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৩৫ টাকা।

এ ছাড়া বিশেষ সুবিধা ভাতা বাড়বে ৭০৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৪ হাজার ৭০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৯৪০ টাকা।

অন্যদিকে ১১তম গ্রেডে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে ১৩ হাজার ৮৫৪ জনের মূল বেতন বাড়বে ৩ হাজার ৫০০ টাকা। তাদরে ৪২ শতাংশ হারে (১০৯৫ টাকা) বাড়িভাড়া বৃদ্ধি পাবে। বিশেষ সুবিধা বাড়বে ৫২৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৩ হাজার ৫০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৭০০ টাকা।

বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৩৮৮ জন কর্মরত প্রধান শিক্ষক উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন।

দশম গ্রেডে উন্নীত হলেও তাদের আগের নিয়মে বেতন-ভাতা বহাল থাকবে। কারণ তারা আগে থেকেই এর চেয়ে বেশি বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন। উৎস: কালের কন্ঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়