শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০২:৩৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও)

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজা থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাকের ধাক্কা লেগেছে। ওই ঘটনাকে এই দুই ছাত্রনেতাকে হত্যাচেষ্টা দাবি করে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বুধবার মধ্যরাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ ও সমাবেশ হয়। সেখানে বক্তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। তাঁরা হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টায় জড়িতদের বিচার দাবি করেন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে যাচ্ছে এবং হিন্দু-মুসলিম বিষয়গুলোকে সামনে আনতে চায় তাঁদেরকে গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে চার দফা দাবি তুলে ধরে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। দাবিগুলো হলো, বাংলাদেশের হিন্দুদের হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করা; বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা; গত ১৫ বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, এ দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যাঁরা দেশের মানচিত্র ও পতাকাকে সমুন্নত রাখার সংগ্রামে যুক্ত, তাঁদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

আবদুল হান্নান মাসউদ বলেন, চব্বিশের ভিত বাংলাদেশের মাটি থেকে মুছে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ষড়যন্ত্রকারীরা আবার আঘাত হানতে পারবে বলে মনে করলে তারা সবচেয়ে বড় ভুল করবে। তিনি বলেন, তারা ভাবছে সারজিস-হাসনাতদের সরিয়ে দিলেই এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। কিন্তু তাদের মাথায় রাখা উচিত, সারজিস, হাসনাত, হান্নান মাসউদ ও আখতারদের সরিয়ে দিলে হাজারো সারজিস, হাসনাত, আখতার তৈরি হবে। উৎস: প্রথম আলো ও একুশে টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়