মনজুর এ আজিজ : বাংলাদেশের ৫০ হাজার কিশোরী ও তরুণীদের জন্য শিক্ষা সুবিধা দিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি সংগঠন শক্তি ফাউন্ডেশন। এই কার্যক্রমের মাধ্যমে শক্তি ফাউন্ডেশন কিশোরী ও তরুণীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুশৃঙ্খল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।
উদ্যোগটির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে শক্তি ফাউন্ডেশন মাইক্রোসেভ কনসাল্টিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এমএসসি এই প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এবং তরুণীদের চাহিদা, সক্ষমতা ও চ্যালেঞ্জ বিবেচনায় রেখে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও লিঙ্গ-সংবেদনশীল শিক্ষা-অর্থায়ন পণ্য যৌথভাবে ডিজাইন করবে।
এই উদ্যোগ এডিবির বৃহত্তর আঞ্চলিক কর্মসূচির একটি অংশ। এর উদ্দেশ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, দারিদ্র্য হ্রাস করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখা। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে বাস্তবায়িত এ প্রকল্পের সামগ্রিক লক্ষ্য ৩ লাখ কিশোরীর শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে বাস্তবসম্মত সহায়তা দেওয়া।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেন, এডিবি এবং এমএসসির সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ৫৭ জেলায় ৫ লাখ ৫০ হাজারের বেশি নারীর ক্ষমতায়নে কাজ করছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ তরুণ নারীদের শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ হ্রাস, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।