শিরোনাম
◈ ডলারের দাম কম ব্যাংকে, বাড়তি খোলা বাজারে ◈ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে দেশীয় গ্যাসফিল্ডগুলোর উৎপাদন ◈ অবশেষে পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ◈ ট্রাম্পের বাড়তি শুল্ক অর্থ উপার্জন করলেও তা বুমেরাং হবে ◈ আওয়ামীলীগ সরকারের আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি ◈ ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস ◈ এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি ◈ বাংলাদেশ ব্যাংকের ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’: টেকসই প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান ◈ 'চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি, কিন্তু কেন'- প্রশ্ন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এনবিআর আন্দোলন ঘিরে রাজস্ব ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি

নিজস্ব প্রতিবেদক : চেয়ারম্যানের পদত্যাগ ও অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) অর্থনৈতিক সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে।

আইআরডির যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, এনবিআর, আইআরডি, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও বিজিএমইএর প্রতিনিধি রাখা হয়েছে। আইআরডির একজন উপ-সচিব কমিটির সদস্য সচিব হবেন।

কমিটি ২৮ ও ২৯ জুন দুই দিন চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ থাকাকালীন সময়ে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। কমিটি দুই মাস কর্মসূচি পালনের কারণে সকল কাস্টম, এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউজ, কাস্টমস বন্ড কমিশনারেট এবং এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর বা অন্যান্য দপ্তর সমূহের এবং কর অঞ্চল সমূহের রাজস্ব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।

কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি পালনকালে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের ক্ষয়ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়