শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণে ছাড় দিচ্ছে দাতা সংস্থা: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ও ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা আসায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে।

হরমুজ প্রণালীর কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরের মধ্যে আগে স্বচ্ছতা, জবাবদিহিতা ছিল না। আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী লাভবান হতো। এখানে স্বার্থের বিষয় আছে বলেই ক্যারিয়ারের প্রশ্ন তুলে আন্দোলন হচ্ছে। তবে বৃহস্পতিবার (২৬ জুন) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এতে এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে কোনো অসুবিধা হবে না বরং তাদের স্ট্যাটাস বাড়বে। তাদেরকে কেউ নেগেটিভ দিক বুঝিয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়