শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে বলা হয়— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, সরকারি ও বেসরকারি দফতর, অফিস, আদালত এবং গৃহস্থালি পর্যায়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার ব্যবস্থা নিতে হবে।

মূলত সেই নির্দেশনার ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল ব্যাংকগুলোকে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেয়। এবার সেই নির্দেশনা সম্প্রসারিত করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে বিদ্যুৎচাপ কিছুটা লাঘব হবে।

এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যয় হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়