শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

পোশাক খাতে করছাড় ও ভ্যাট অব্যাহতির দাবি বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য বর্তমান করপোরেট করহার ১২ শতাংশ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

একইসঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত পুনঃব্যবহারযোগ্য সুতা (রিসাইকেল ফাইবার) উৎপাদনে মূসক (ভ্যাট) অব্যাহতি চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বিজিএমইএ। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ জানায়, বর্তমানে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য করপোরেট করহার ১২ শতাংশ এবং এলইইডি-সার্টিফায়েড পরিবেশবান্ধব কারখানার জন্য ১০ শতাংশ করহার নির্ধারিত আছে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ। এই হার পরিবর্তন করা হলে দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।

এছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রাক-বাজেট আলোচনায় বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের আহ্বান জানায়। তাদের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রয়োজনীয় পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম পুনঃস্থাপনে আমদানি কর ছাড় দেওয়া ইত্যাদি। সভায় বিজিএমইএ, বিকেএমইএ ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও এসএমই ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়