শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই : রিটকারির আইনজীবী (ভিডিও)

ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই : আইনজীবী (ভিডিও)

মাসুদ আলম: ঢাকা মহানগরীর ভেতরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনায় এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত।

এর আগে ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার সকালে চেম্বার আদালতে আবেদন করে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের ওই আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত।

রিটকারির আইনজীবী তাহসিনা তাসনিম সিদ্দিকী জানিয়েছেন, “আদালতের এই স্থিতাবস্থার ফলে আপাতত ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত বাঁধা নেই। তবে, এক মাসের মধ্যে রুল শুনানি করতে হবে।”

১৯শে নভেম্বর প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট।

প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত।

এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়