শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রমালিকানাধীন ১০ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ চূড়ান্ত, এমডি হতে পারেন যারা

রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংক মিলিয়ে মোট ১০টি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এসব ব্যক্তির নিয়োগ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখান থেকে অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত সুপারিশের ভিত্তিতে এই ১০ ব্যাংকের শীর্ষ পদে নতুন নিয়োগের জন্য ১৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরই এসব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যথাক্রমে মো. শওকত আলী খান, মো. মজিবর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, মো. আবদুর রহিম, মো. জসীম উদ্দিন ও মো. কামরুজ্জামান খানের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি শওকত আলী খানের নাম। জনতা ব্যাংকের এমডি হিসেবে চূড়ান্ত হওয়া মজিবর রহমান ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি। অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছে ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম। রূপালী ব্যাংকের এমডি হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএলের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন। আর বেসিক ব্যাংকের এমডি হয়েছেন জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান।

এর বাইরে রাষ্ট্রায়ত্ত চারটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়