শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে ৩০ কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি করে বাংলাদেশ

ইমন হোসেন: [২] ঘর সাজানো থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে শোভা পায় কৃত্রিম ফুল। ক্রমাগত বাড়ছে এর চাহিদা। জানা যায়্, বছরে প্রায় ৩০ কোটি টাকার কৃত্রিম ফুল আমদানি হয় বাংলাদেশে। এই ফুলের বড় অংশই আসে চীন থেকে। থাইল্যান্ড থেকেও আমদানি করা হয়ে থাকে। (এখন টিভি ১০-০৭-২০২৪)

[৩] কৃত্রিম ফুলগুলো তৈরি হয়ে থাকে প্লাস্টিক, ফোম ও কাপড় দিয়ে। মেটাল ও প্লাস্টিকের ছোট পুঁতি দিয়ে ফুলের সৌন্দর্য বাড়ানো হয়। এসব ফুলের মধ্যে রয়েছে গোলাপ, টিউলিপ, কসমস, বেলি, কছম, নাইট ফুল, জারবারা, শাকুরা, অর্কিড, গাঁদা, সূর্যমুখী ফুল ইত্যাদি।(আনন্দবাজার পত্রিকা)

[৪] ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বর থেকে মার্চ এই চারমাসে বেড়ে যায় কৃত্রিম ফুল বিক্রি। যার বড় অংশই যায় বিভিন্ন অনুষ্ঠানে। এদিকে দেশে প্লাস্টিক ফুল তৈরি না হওয়ায় আমদানিতে ব্যয় হচ্ছে রিজার্ভের ডলার। এমন অবস্থায় চাহিদা মেটাতে দেশেই কৃত্রিম ফুল উৎপাদনে সরকারে নীতিমালা চান ব্যবসায়ীরা। (প্রতিদিনের সংবাদ ১২-০৭-২০২৪)

[৫] বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামিম আহমেদ বলেন, বিদেশে কৃত্রিম ফুলের বাজার বড় হলেও বাংলাদেশের ফুলের বাজারের বড় অংশই এখনো প্রাকৃতিক ফুলের দখলে। বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির তথ্য অনুযায়ী, দেশে প্রায় দেড় হাজার কোটি টাকার ফুলের বাজার রয়েছে। (কালের কন্ঠ)। সম্পাদনা: সমর চক্রবর্তী  

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়