শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারি'তে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার উপর কর্মশালা

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের আয়োজনে বিভিন্ন ফসলের জন্য সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

[৩] বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াছমিন। 

[৪] সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসআরআই'র নবনিযুক্ত মহাপরিচালক ড. ফেরদৌসী ইসলাম ও পরিচালক (গবেষণা) ড. মো: আব্দুল্লাহ ইউসুফ আখন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারি'র সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. সৈয়দ নুরুল আলম।

[৫] এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালকের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, পরিচালক (তৈল বীজ গবেষণা কেন্দ্র) ড. মো: নজরুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. ছালেহ উদ্দিন।

[৬] এছাড়াও অনুষ্ঠানে দেশে-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, পেন্টিসাইড কোম্পানির প্রতিনিধিসহ বারি'র বিভিন্ন শাখা ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। 

[৭] কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি'র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত। কর্মশালাটি যৌথভাবে সংগঠিত করে বারি, সিমিট, ভার্জিনিয়া টেক এবং ইউএসএইড এর যৌথ সহযোগিতায়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়