শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগ থানার বড়বাজার এলাকার একটি পার্লারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)। 

ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলের একসময়কার সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় এ অপহরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে তার ছেলেকে অপহরণ করে হাজারীবাগের বউবাজার এলাকায় আটকে রাখা হয়। প্রথমে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। 

তিনি আরও বলেন, আমার বড় ছেলেকে ফোন করে ৫ হাজার টাকা বিকাশে পাঠাতে বাধ্য করে তারা। এরপর আরও টাকা দাবি করে ভয়ভীতি দেখাতে থাকে। পরে আমরা মোহাম্মদপুর থানায় অভিযোগ দেই। পরে মোহাম্মদপুর ও হাজারীবাগ থানার পুলিশ দ্রুত সময়ের মধ্যে হাজারীবাগ থানার বউ বাজার এলাকার একটি ভবন থেকে তাকে উদ্ধার করে।
 
বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, প্রেমের ফাঁদে ফেলে কৌশলে মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় এজাহার দিয়েছেন বলেও জানান তিনি। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়