শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটক আলোচিত প.র্ন দম্পতির কাছে যা পাওয়া গেল, যা বললেন সিআইডি

দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থান অর্জন করা আলোচিত দম্পতিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তারকৃতরা হলেন মুহাম্মদ আজিম (২৮) ও তাঁর স্ত্রী বৃষ্টি (২৮)। সোমবার ভোরে বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট যৌথভাবে তাদের গ্রেপ্তার করে।
 
 অভিযানে তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মিডিয়া কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান বলেন,“শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি নয়, বরং তরুণ–তরুণীদেরও এই জগতে সম্পৃক্ত করতে নানা প্রলোভন দিতো তারা। তাদের পরিচালিত একাধিক অনলাইন গ্রুপ থেকে এমন তথ্য পাওয়া গেছে।”
 
 সিআইডি জানায়, মাত্র এক বছরের মধ্যেই আজিম ও বৃষ্টি আন্তর্জাতিক পর্ন তারকাদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে আসে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম। ২০২৪ সালের মে মাসে তারা প্রথমবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অশ্লীল কনটেন্ট প্রকাশ করে।এক বছরে তাদের ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
 
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একাধিক আন্তর্জাতিক পর্ন সাইটে ভিডিও আপলোড করত এবং টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাত। এসব প্ল্যাটফর্মে নতুনদের প্রলুব্ধ করে যুক্ত করতে নগদ অর্থ প্রদানের প্রস্তাবও দিত তারা।
 
 জসীম উদ্দিন খান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে না পারলেও অনলাইনে বিলাসবহুল জীবনধারার প্রদর্শন করত এ দম্পতি। এটি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং আইনি দৃষ্টিতেও অপরাধ।”
 
 তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধের পরিধি ও জড়িত অন্যদের শনাক্তে সিআইডি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান সংস্থার কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়