রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে সম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বোরকা পরিহিত চোর চক্রের দুজন সদস্য ভবনটির তৃতীয় তলার মহিলা টয়লেটের প্রবেশপথ ব্যবহার করে শপিং মলে প্রবেশ করে এবং একই পথ দিয়ে বের হয়ে যায়।
চুরির ঘটনার বিবরণ:
প্রবেশ ও প্রস্থান: সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ০২ মিনিটে তৃতীয় তলার নারী ওয়াশরুমের সামনের একটি গলিতে চক্রের সদস্যদের আনাগোনা ছিল। দুজন মুখ ঢেকে বোরকা পরে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলার এস্কেলেটরের দিকে এগিয়ে যায়।
স্বর্ণ লুট: তারা দ্বিতীয় তলায় নেমে সম্পা জুয়েলার্সের তালা ভেঙে স্বর্ণ লুট করে।
পালানোর কৌশল: অপকর্ম শেষে চোরেরা দ্রুত আবার তৃতীয় তলায় উঠে আসে এবং যে পথ (মহিলা টয়লেটের প্রবেশপথ) দিয়ে ঢুকেছিল, সেই পথ দিয়েই বেরিয়ে যায়।
ব্যবসায়ীদের হতাশা ও পুলিশি তৎপরতা:
ঘটনার তিনদিন পার হতে চললেও এখন পর্যন্ত চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার বা এই ঘটনায় কাউকে গ্রেপ্তারের কোনো তথ্য নেই।
স্বর্ণ উদ্ধার না হওয়ায় এবং কেউ গ্রেপ্তার না হওয়ায় দোকানের মালিক হতাশা প্রকাশ করেছেন।
এত নিরাপত্তার মাঝেও এমন ঘটনা ঘটায় শপিং মলের ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন এবং কর্তৃপক্ষের দেখা উচিত বলে মনে করছেন, যার ফলে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের ধরতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তারা নিকটস্থ বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশা করছেন।
পুলিশ আরও জানিয়েছে, যাত্রাবাড়িতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।