শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট

বিবিসি: টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের বনভোজনের বাসে ডাকাতি ঘটেছে। মঙ্গলবার ভোরে ঘাটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে যে- ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চারটি বাসে করে বনভোজনের উদ্দেশে নাটোর যাচ্ছিলেন।

মঙ্গলবার ভোরের দিকে তারা ঘাটাইল এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তিনটি বাস থামায়।

এরপর অস্ত্রের মুখে ‘জিম্মি’ করে ডাকাত দলটি বাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানিয়েছেন, ডাকাত দলে অন্তত দশজন ছিলেন এবং তাদের সবার কাছে দেশীয় অস্ত্র ছিল।

ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় দেখ লাখ টাকা, অন্তত এক ভরি স্বর্ণ এবং কমপক্ষে দশটি মোবাইল ফোন নিয়ে গেছে বলেও জানান তিনি।

তিনটি বাসে যখন ডাকাতি চলছিল, তখন অপর বাসের যাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ডাকাত দলটিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ঘটেছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়