শিরোনাম
◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে (ভিডিও)

রাজধানী শাহজাহানপুর থানা বিএনপির এক নেতার বিরুদ্ধে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন আশরাফ নামে ওই নেতা।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকনের অত্যন্ত ঘনিষ্ঠ আশরাফ বর্তমানে শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের।

তিনি বলেন, খিলগাঁও রেলগেট বাজারে এবং রেলওয়ের জায়গায় নির্মিত সিটি করপোরেশন থেকে ৫-১০ লাখ টাকায় দীর্ঘ মেয়াদে লিজে নেওয়া দোকান থেকে ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি করেছেন এবং দোকানিদের বাসায় ডেকে ভাড়ার নামে চাঁদা দাবি করছেন আশরাফ।

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও উল্লেখ করেন জুলকারনাইন।

জুলকারনাইন তার পোস্টে লেখেন, আগে আজগররা (সম্ভবত আওয়ামী লীগের নেতা) এসব করেছে এখন আজগররা জেলের ভাত খাবে, পাঁচ-দশ বছর তারা জেলের ভাত খাবে- এধরনের কথা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তিনি নিজ মুখেই বলেন। এসব কর্মকাণ্ডের সিসিটিভি ও গোপন ক্যামেরার কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করেন জুলকারনাইন সায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়