শিরোনাম

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন  সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাব্বির হোসেন (২১),  মোঃ রাব্বি হাওলাদার (২০) ও  মোঃ সবুজ হোসেন (২০)।

শনিবার গভীর রাতে  র দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে দারুসসালাম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার   সময় থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০ টা ১০ মিনিটে  থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে উল্লিখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে  একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়