শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক পলাতক

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় ফাইজা আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভেতরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে এসিল্যান্ডকে নিতে সরকারি গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিলেন গাড়ির চালক তাওয়াবুর রহমান। এ সময় স্কুলের সামনে রাস্তায় খেলা করছিল দুই বছরের শিশু ফাইজা আক্তার। মা পাশেই ছিলেন। দৌড়াদৌড়ির মধ্যে হঠাৎ শিশুটি চলন্ত গাড়ির নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পথচারীরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার ফয়জুল হকের মেয়ে। ফয়জুল হক এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ পদে হোমনায় কর্মরত।

দুর্ঘটনার পর চালক তাওয়াবুর রহমান পালিয়ে যান। তিনি উপজেলা সদর পূর্বপাড়া গ্রামের মৃত নূরুল ইসলাম মৌলভীর ছেলে। তাওয়াবুর মাস্টাররোলে হোমনা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়ির চালক ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে হোমনা উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’র সদস্যরা বিক্ষোভ মিছিল করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, "এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। কোনোভাবেই তা পূরণ হবার নয়। তবুও প্রশাসন নিহত শিশুটির পরিবারের যে কোনো সহযোগিতায় পাশে আছে। চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রোড অ্যাক্সিডেন্ট হিসেবে নিশ্চিত করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়