শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, পরিবেশ ধ্বংস করে চলছে অবৈধ কয়লা ব্যবসা

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজার ব্রিজের উত্তর পাশে আমরাইল পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে এবং স্থানীয় কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় নেতা দুলাল এই কয়লা তৈরির কাজটি পরিচালনা করছেন। তিনি বিভিন্ন স্থান থেকে গাছ কেটে এনে বড় বড় মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে।যার ফলশ্রুতিতে  প্রতিদিনই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে পুরো এলাকা। এতে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ ছড়াচ্ছে। কৃষিজমি ও আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলেই ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, “দিনরাত ধোঁয়ায় চোখ জ্বালা করে, বাচ্চারা কাশতে থাকে। অথচ কেউ কিছু বলতে পারি না। আমরা প্রশাসনের সাহায্য চাই।”

বিষয়টি নিয়ে ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন, “আমার কাছে এখনো এ বিষয়ে তথ্য ছিল না। আপনি যেহেতু জানিয়েছেন, আমি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, “কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এতে বন ধ্বংসের পাশাপাশি কার্বন নিঃসরণও বাড়ে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”

এদিকে সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এমন অবৈধ কর্মকাণ্ড পরিবেশের জন্য ভয়াবহ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়