ফেনীর চাঞ্চল্যকর ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাই মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ বাদশা মিয়া’কে ঢাকার লালবাগ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১০, ঢাকা, এর যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার দাগনভূঞা থানার মামলা নং-১৯, তারিখ-১১ সেপ্টেম্বর ২০২৫ইং, জিআর-১৬০, তারিখ-২১ সেপ্টেম্বর ২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ বাদশা মিয়া ঢাকা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৬৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল মহানগরীল লালবাগ থানাধীন ইসলামবাগ বিটিসিএল কার্যালয়ের পাশের গলিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাদশা মিয়া (৩২), পিতা-মৃতঃ মোহাম্মদ হোসেন, সাং-ওমরপুর, থানা-দাগনভূঞা, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ঢাকা মাহনগরীল যাত্রাবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।