শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে পিতা হত্যায় ছেলে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার 

ফারুকুজ্জামান, কি‌শোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাকে হত্যায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত আসামীর বিরু‌দ্ধে  পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের জন‌্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার (২৩ অ‌ক্টোবর) সকালে কিশোরগঞ্জ র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মামলার এজাহারের বরাতে তিনি আরো জানান, আসামি আব্দুল আওয়াল বাদল খুবই উশৃঙ্খল প্রকৃতির এবং মাদকাসক্ত। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়ই তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ট হয়ে তার স্ত্রী ঘটনার প্রায় তিন মাস আগে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

এরপর থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে এবং মাদকের টাকার জন্য বাদল তার পিতা আব্দুল মালেককে চাপ দিতে থাকেন। এ নিয়ে গত ১৬ অক্টোবর বিকালে বাদল তার পিতাকে খুন করারও হুমকি দেন। গত ১৭ অক্টোবর সকালে ছোট ছেলের স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘরে বসে কথা বলছিলেন আব্দুল মালেক। এ সময় ছুরি হাতে বাদল ঘরে ঢুকে প্রথমে অন্যদেরকে  ঘর থেকে বের করে দেন। পরে পিতা আব্দুল মালেকের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান বাদল। বাদীর স্ত্রী ও মে‌য়ের ডাক চিৎকা‌রে বাদীসহ আশেপা‌শের লোকজন এগি‌য়ে এসে ভিক‌টিম‌কে উদ্ধার ক‌রে আশঙ্কাজনক অবস্থায়  প্রথ‌মে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত ডাক্তার ভিক‌টি‌মের অবস্থা গুরুতর দেখে কি‌শোরগঞ্জ শহীদ সৈয়দ নজ‌রুল ইসলাম মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের চি‌কিৎসক তার উন্নত চি‌কিৎসার জন‌্য ঐদিনই ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রে। একই দিন অর্থাৎ ১৭ অ‌ক্টোবর বিকাল সা‌ড়ে চারটায় চি‌কিৎসারত অবস্থায় ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভিক‌টিম আঃ মা‌লেক মৃত‌্যুবরণ ক‌রেন।

এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া  বাদী হয়ে গত ১৯ অক্টোবর  জেলার করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরু‌দ্ধে এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। 

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারে অভিযান প‌রিচালনা করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়