শিরোনাম
◈ প্রবাসীদের ভোটের নিবন্ধন এবং ভোট দেওয়ার প্রক্রিয়া প্রকাশ করল ইসি ◈ শার্শায় পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ◈ ভিসা গুজবের বিষয়ে সতর্ক করল আবুধাবির বাংলাদেশ দূতাবাস ◈ টানা ২ দফায় কত বাড়ল স্বর্ণের দাম? ◈ নির্বাচনী জোট গঠনে ধীরে বিএনপি, সারা পাচ্ছে না জামায়াত ◈ বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রামে রান্না ঘ‌র থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌ম জেলার উলিপু‌র উপজেলায় সা‌হেরা বেগম (৭২) না‌মে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ।

২২ সেপ্টেম্বর'২৫:সোমবার সকা‌লে ‌উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকার শহ‌রের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজবা‌ড়ির রান্না ঘ‌র থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রা হয়।

নিহত বৃদ্ধা ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সা‌বেক সংর‌ক্ষিত নারী ইউপি সদস‌্য ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, প্রতিদি‌নের মত সা‌হেরা বেগম রা‌তের খাবার খে‌য়ে ঘু‌মি‌য়ে প‌ড়েন। ‌সোমবার সকা‌লে তার ছোট ছে‌লে আলম মিয়ার স্ত্রী রান্না ঘ‌রে গি‌য়ে শাশু‌ড়ি সা‌হেরা বেগ‌মের গলাকাটা লাশ মা‌টি‌তে পড়ে থাক‌তে দে‌খেন। এ সময় তার চিৎকা‌রে আশপা‌শের লোকজন জ‌ড়ো হ‌য়। প‌রে খবর‌ পে‌য়ে পু‌লিশ মরদেহ উদ্ধার ক‌রে।

নিহ‌তের বড় ছে‌লে সাখাওয়াত হো‌সেন বাবু জানায়, ২২ তারিখ সোমবার সকা‌লে ছোট ভাইয়ের স্ত্রীর হাউমাউ চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা‌ গলাকাটা অবস্থায় মাটিয়ে পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখি মারা গেছে। তার মা দীর্ঘ‌দিন ধ‌রে মান‌সিকভা‌বে অসুস্থ ছি‌লেন ব‌লেও জানান তি‌নি।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রা‌ম ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত প্রতি‌বেদন হা‌তে পে‌লে ঘটনার রহস‌্য উদঘাটন করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়