শিরোনাম
◈ ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে ◈ পিতৃত্বকালীন ছুটি নিয়ে যেসব সুপারিশ করেছে মন্ত্রণালয় ◈ নির্বাচনী জোট নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ◈ বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ ◈ তারেক রহমান: স্বৈরাচার বিদায় হলেও ‘অদৃশ্য শক্তি’ মাথাচাড়া দিচ্ছে, সতর্ক থাকার আহ্বান ◈ সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে ঐকমত্য কমিশন ◈ বিদেশি গুপ্তচর নিয়োগে এমআই৬-এর নতুন অস্ত্র ‘সাইলেন্ট কুরিয়ার’ পোর্টাল ◈ ইউরোপজুড়ে বিমান পরিষেবায় সাইবার হামলা, বাতিল হচ্ছে ফ্লাইট ◈ ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না : সালাহউদ্দিন ◈ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে গড়ে উঠেছি’: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: চৌদ্দগ্রামের মুন্সিরহাট। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাদঘর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে ভিড় জমেছে শত শত মানুষ। ছোট ছোট শিশুদের চোখে ঝিলিক কেউ পাচ্ছে নতুন চকচকে বাইসাইকেল, কেউ হাতে তুলে নিচ্ছে পবিত্র কোরআন শরীফ। চারদিকে আনন্দ আর উচ্ছ্বাসের রঙিন আবহ।

এ আনন্দের কারণ, এক অনন্য উদ্যোগ। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে এলাকার ১০০ জন শিশু-কিশোর। পুরস্কার হিসেবে কাদঘর মিয়াজী ফাউন্ডেশন ও মানবকল্যাণ সংগঠন তাদের হাতে তুলে দিয়েছে বাইসাইকেল, কোরআন শরীফসহ নানা উপহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ নূর হোসেন মিয়াজী। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আলেমরা। বক্তারা বলেন, ধর্মীয় শৃঙ্খলা ও নৈতিকতার পথে শিশু-কিশোরদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিশুদের আনন্দে খুশির হাসি ছড়িয়ে পড়ে অভিভাবকদের মুখেও। একজন অভিভাবক বলেন, “আমার সন্তানকে কখনো জোর করে নামাজ পড়াতে হয়নি। প্রতিদিন জামাতে নামাজে যেতে সে নিজেই তাড়া দিয়েছে। আজকের পুরস্কার তার জন্য বাড়তি প্রেরণা।”

অনুষ্ঠানে আরও পাঁচজন হাফেজকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিশুদের চোখের উজ্জ্বলতা যেন জানিয়ে দেয়পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি হলো তাদের আত্মবিশ্বাস ও সমাজে নৈতিকতার পথে এগিয়ে চলার অঙ্গীকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়