শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়ক-রেলপথ অবরোধের পর থমথমে পরিস্থিতি, যানবাহন চলাচল স্বাভাবিক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। তবে গতকাল সোমবারের তান্ডব-সহিংসতার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকল সড়ক-মহাসড়কে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা থাকলেও সকাল সাড়ে নয়টা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। 

এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২১ জেলার সাথে পদ্মা সেতু হয়ে ঢাকার সাথে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে মাঠে থেকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরদিকে, গতকাল সোমবার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ইউএনও অফিস, নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে।

দেখা গেছে, মহাসড়ক ও রাস্তায় কোনো অবরোধ নেই। যান চলাচল স্বাভাবিক। তবে যানবাহনের চাপ তুলনামূলক খুব কম। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বাইরে মানুষের সংখ্যা কম। জরুরি কাজ ছাড়া বাইরে খুব কম সংখ্যক মানুষ বের হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, সকাল থেকে সড়ক-মহাসড়কগুলোর সব রুটে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে লোকজন ও যানবাহনের চাপ তুলনামূলক কম। এক কথায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। 

জানতে চাইলে ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, এই রুটে ট্রেন চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। 

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকিবুজ্জামান বলেন, আমাদের থানার সব গাড়ী ভেঙে তছনছ করে দিয়েছে। গাড়ী ছাড়া টহল পর্যন্ত বন্ধ রয়েছে। কোন গাড়ী না থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে। তারপরও খোঁজ-খবর রাখছি। তবে সকাল থেকে মহাসড়কের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়