শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে অস্থিতিশীল ও বিএনপিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চালছে —আলতাফ হোসেন চৌধুরী

নিনা আফরিন ,পটুয়াখালী প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫ বছর আওয়ামীলীগের অত্যচারের ষ্টিমরোলার আমাদের উপর দিয়ে চালিয়েছে, সে দুঃখ কষ্ট মিথ্যা মামলা, আমাদের জেল জুলুম তো আছেই। অত্যান্ত দুঃখের ও লজ্জার বিষয় হলো গত বছর আগস্টের ৫ তারিখের পরে যখন আওয়ামীলীগ মাঠে ছিলো না,পুলিশের কোন অত্যাচার- নির্যাতন ছিলো না। এখন বিএনপির নামধারী কিছু নেতাকর্মীরা আমাদের উপর অত্যাচার করেছে। তাই তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, যখন সময় আসবে আওয়ামীলীগ যেমন পালিয়েছে এখন যারা অত্যাচার করছে ঠিক তারাও তখন পালাতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন কোন দেশ তাকে স্থান দেয়নি। স্থান দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল ও বিএনপিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে জন্য সেখানে ভারত সরকার একটি অফিস করে দিয়েছে। বিএনপি বড় দল,সহজে ভাঙ্গা যায় না।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ‎উপজেলা বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও সহযোগী সংগঠন মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার (১৪ সপ্টেম্বের)  সকাল সাড়ে এগারোটায় মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন’র সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন,   বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেই। বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামী লীগ ও তাদের প্রেতাাত্মারাসহ একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পটুয়াখালীতে বিএনপি নেতাদের লেনদেনের মাধ্যমে আওয়ামীলীগের নেতাকর্মীরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

পটুয়াখালী ছাড়া বাংলাদেশের সকল জেলার ফ্যাসিস্টের নেতাকর্মীরা পালিয়েছে, শুধু পটুয়াখালীর নেতাকর্মীরা ছাড়া। সেই নেতারা এই বিএনপির ফরম আওয়ামীলীগ নেতাদের কাছে টাকার বিনিময় বিক্রি করতেছে। তাদের কিন্তু বিএনপির সদস্য বানাচ্ছে। মানে বিএনপির নেতারা ব্যবসার উপর ব্যবসা,ঘুষের উপর ঘুষ করতেছে। সবাই কিছু না কিছু যন্ত্র আবিস্কার করছি আর ওরা আবিস্কার করছে ষড়যন্ত্র। ‎ 

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গাজী রাশেদ সামস্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মাকসুদ আহমদে বায়জেদি পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার,এ্যাড. মোঃ তারিকুল ইসলাম, মোঃ নুর হোসনে মৃধা, মোঃ কামাল হোসনে মোল্লা, মাধবখালী ইউনয়িন বিএনপির সভাপতি মোঃ শাহীন চৌধুরী পাশা,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আতাউর রহমান গাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দীন হাওলাদার, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ফারুক ইকবাল,কাকড়াবুনয়িা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন- সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু,আমড়াগাছয়িা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ সোহেল আহমেদ,মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ রাসেল মোল্লা ও  উপজলো স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়