মো. কামরুল ইসলাম, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) ও বিদ্যুৎপৃষ্ট হয়ে কাজল মিয়া (৫৩) নামের দুই জন ব্যক্তি পৃথক দুইটি ঘটনায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুলাল মিয়ার সঙ্গে থাকা ঝর্ণা বেগম (৪০) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাতে নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে দুলাল মিয়া এবং নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল মিয়ার মৃত্যু হয়েছে।
নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিয়া বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে ও আহত ঝরনা বেগম বিজয়নগর উপজেলার কচুয়া মোড়া গ্রামের মো. বাদল মিয়ার স্ত্রী এবং বিদ্যুৎপৃষ্ঠে নিহত কাজল মিয়া পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বিষয় দুইটি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুলাল মিয়া তার শ্যালিকাকে নিয়ে মোটরসাইকেলে করে নবীনগর শিবপুর আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল মিয়া। এসময় গুরুতর আহত অবস্থায় ঝরনা বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অপরদিকে, একই দিন রাতে আনুমানিক ৯ টার দিকে পৌরসভার নারায়নপুর গ্রামে অটোরিকশা গ্যারেজে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎতের তারের স্পর্শে আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, কাজল মিয়া দীর্ঘদিন ধরে এই গ্যারেজে মেকানিকের কাজ করে আসছিলেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অপর দিকে একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন মেকানিকের মৃত্যুর খবর পেয়েছি। তাদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।