শিরোনাম
◈ মহেশখালীতে ডাকাতের গুলিতে ৩ পুলিশ গুলিবিদ্ধ, গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ◈ বিতর্কে স্থগিতের পর আবার শুরু জাবি জাকসু নির্বাচনের ভোটগ্রহণ ◈ ফরিদপুরে এবার রেলপথও অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ◈ ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা ◈ কাতারে বেঁচে যাওয়া হামাস নেতাদের পরেরবার হত্যা করবে ইসরায়েল: যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ◈ অবশেষে নেপালের বিমানবন্দরে জামালরা, ফিরছেন দেশে ◈ শামীম ওসমান ছাত্রলীগের ভোট শিবিরকে দিতে বলেছে, প্রশ্ন গোলাম মাওলা রনির (ভিডিও) ◈ বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডাকসুর ফলাফলকে কীভাবে দেখছে ◈ নেপালে বাংলাদেশি পরিবার হামলার শিকার, রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর ◈ ‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে কোটি টাকার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য নির্মিত সড়কের কার্পেটিং শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পরই উঠে যেতে শুরু করেছে। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

উপজেলার তিওড়কুড়ী থেকে পাঁচবাড়ি হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের কাজ গত ৫ সেপ্টেম্বর শেষ হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রায় ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকার ব্যয়ে কাজটি সম্পন্ন করে।

তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের বিটুমিন, ইট ও বালি ব্যবহার এবং সড়ক পরিষ্কার না করেই পিচ ঢালাই করার কারণে অল্প দিনেই কার্পেটিং উঠে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, হাত বা পা দিয়েই সহজে পিচের স্তর উঠে আসছে।

স্থানীয় বাসিন্দা প্রফেসর ইয়াসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তায় ঠিকমতো পিচ দেওয়া হয়নি। এক বছরও টিকবে না। এখন যদি বৃষ্টি হয়, পুরো রাস্তা নষ্ট হয়ে যাবে।”

ভ্যানচালক আবু বক্কর বলেন, “সরকার কোটি টাকা ব্যয় করছে, অথচ ঠিকাদাররা দায়সারা কাজ করেছে। কয়েকদিন না যেতেই সব উঠে যাচ্ছে। এর চেয়ে আগের রাস্তা ভালো ছিল।”

অন্য এক বাসিন্দা আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, “পা দিয়ে ঘষলেই পাথর উঠে যায়। পিচ ঢালাইয়ের সময় রোলার দিয়েও ঠিকমতো চাপ দেওয়া হয়নি।”

দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, “ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করেছে। উপজেলা থেকে কেউ তদারকি করেনি। ফলে ইচ্ছেমতো দায়সারা কাজ হয়েছে।”

একজন স্থানীয় ঠিকাদার জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সঠিক অনুপাতে পাথর, বালি ও বিটুমিন না মেশানোর কারণেই সড়কের উপরের স্তর দুর্বল হয়ে দ্রুত উঠে যাচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স-এর প্রতিনিধি অসিম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। ল্যাবে পরীক্ষা করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে রাস্তা পুনর্নিমাণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়