শিরোনাম
◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক ◈ অন্তবর্তী সরকা‌রের এক বছরে যা করা হয়নি, যা যা করতে হবে ◈ ‘লাবুবু’ পুতুলের সাফল্যে জ্যাক মা’কে ছাড়িয়ে চীনের কনিষ্ঠ শীর্ষ ধনী পপ মার্টের প্রতিষ্ঠাতা ওয়াং নিং ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ার‌ল্যান্ড  ◈ আফগানিস্তানের কাছে ১৮ রা‌নে হারলো পাকিস্তান ◈ কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার ◈ নির্বাচনি সমঝোতার পথে ইসলামপন্থি দলগুলো, যোগ দি‌তে পা‌রে এনসিপি ও গণঅধিকার প‌রিষদ ◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড় থেকে খালি চোখে দেখা মিলল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা

হঠাৎ মেঘমুক্ত নীল আকাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ এখন পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে। মহানন্দা নদীর পাড়সহ জেলার বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই দেখা যায় বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া।

সেপ্টেম্বরে শরৎ শুরুতেই এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয়রা জানান, ভোর কিংবা বিকেলে সূর্যের আলোয় পর্বতটি কখনো সাদা, কখনো গোলাপি, কখনো লাল রঙে দৃশ্যমান হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাদা রং ঝাপসা হয়ে আসে।

স্থানীয় বাসিন্দা কৃষক মো. আনিস উদ্দিন বলেন, ‘আজ বিকেলে মাঠে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম আকাশে কাঞ্চনজঙ্ঘা! এমন পরিষ্কার ছবি খুব কমই দেখা যায়, দারুণ লাগছে।’

পঞ্চগড় জালাসি এলাকার এক তরুণ রাকিব হোসেন বলেন, ‘শীতের আগে এভাবে পর্বত দেখা কমই হয়। আমরা সবাই মিলে ছবি তুলে বন্ধুদের পাঠাচ্ছি।’

রতন নামের আরেক ব্যক্তি বলেন, ‘এবার সেপ্টেম্বরের শুরু থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি, এ মৌসুমে আগের বছরের তুলনায় ব্যবসা ভালো হবে।’

উল্লেখ্য, তেঁতুলিয়া ডাকবাংলো থেকে ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি এলাকার আলোও সন্ধ্যায় দেখা যায়। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব ৬১ কিলোমিটার, ভুটান ৬৪, দার্জিলিং ৫৮ এবং শিলিগুড়ি ৮০ কিলোমিটার।

 সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়