শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুলকে কু.পিয়ে হত্যা

ইমরুল কায়েশ, যশোর : যশোরের মণিরামপুরে আশরাফুল ইসলাম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহিন তারেক নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি চালুয়াহাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আশরাফুল ইসলাম বিএনপি কর্মী কামালসহ কয়েকজনকে মারধর করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আশরাফুল। এসময় মতিয়ারের নেতৃত্বে কামাল, টগর, মিলন, রেজাউলসহ ১০-১২ জন সেখানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঠেকাতে গেলে শাহিন তারেককেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই মারা যান আশরাফুল।

আহত শাহিন তারেককে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানান, শাহিন তারেকের ফুসফুসে আঘাত লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আশরাফুল হত্যা মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়