শিরোনাম
◈ বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি ◈ ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ! ◈ এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ◈ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে’ ◈ কুমিল্লায়  দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ◈ লতিফ সিদ্দিকী জামিন চাননি যে কারণে ◈ আট বিভাগে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ায় সিলেটের বিয়ানীবাজারের দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ এবং এটিএসআই সাঈদ। বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের ক্লোজ করে সিলেট পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে এক ব্যক্তির কাছ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিও ফুটেজটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে তাদের বিয়ানীবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

ভাইরাল হওয়ায় ২১ সেকেন্ডের ভিডিও দেখা যায়, সাদা শার্ট পরিহিত পরিবহন চালক মাছুম নামে একজন এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে এক হাজার টাকার দুটি নোট ঢুকিয়ে দিচ্ছেন। এর কয়েক সেকেন্ড আগে ভিডিওতে পরিবহন চালক মাছুমকে উদ্দেশ্যে করে কেউ একজনকে বলতে শোনা যায়, ‘আমি মাতিয়ার তুমি ওগুইন দিও (আমি কথা বলতেছি তুমি এই টাকা দিও)’। টাকা লেনদেনের পর ভিডিওতে দেখা যায়, সার্জেন্ট দেবাশিষকে টাকার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন এটিএসআই সাঈদ।

ভাইরাল হওয়া ঘুষ লেনদেনের ভিডিওর বিষয়ে জানতে ট্রাফিক সার্জেন্ট দেবাশিষের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়