শিরোনাম
◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান ◈ যেসব দেশে নাগরিকত্ব মিলবে বিয়ে করলেই ◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে রেলওয়ের দখলমুক্ত জায়গায় বৃক্ষরোপণ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেললাইনের পাশের দখলমুক্ত জায়গায় প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসারের নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করেন ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান। রেল কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। এসব স্থাপনাকে ঘিরে প্রতিদিন চাঁদাবাজি হতো, যা থেকে সংগৃহীত অর্থ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও রেল প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার পকেটে যেত। কর্তৃপক্ষের উদাসীনতায় এ এলাকায় একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে এবং পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ নেন।

এর ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার আরিফুল ইসলাম নেতৃত্বে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, আরএনবির ইন্সপেক্টর নূর-এ নবীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই স্থানীয় প্রভাবশালী মহল পুনরায় খুঁটি স্থাপন করে জায়গা দখলের চেষ্টা শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ বিষয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, “দখলমুক্ত জমি যাতে আর কেউ পুনরায় দখল করতে না পারে, সে জন্য আমরা বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে একশটির বেশি গাছ লাগানো হয়েছে, পর্যায়ক্রমে দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়