শিরোনাম
◈ ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ◈ চলতি বছরের পাঁচ মাসে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বাস্তবায়নে অগ্রসর ২০% ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা ◈ মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন ◈ ‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক ◈ জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ◈ জেল ভাঙার এক বছর পরও ৭০০ বন্দি পলাতক, নাম বদলাচ্ছে ‘কারাগার’ হচ্ছে Correction Services Bangladesh ◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে: শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, 'শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে।'

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভা শুরুর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।

শামা ওবায়েদ বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দলমত নির্বিশেষে সকল জনগণ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এই জন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি। তাদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেই সব ছাত্র-জনতা ও শিশুদের স্বরণ করছি।'

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়