শিরোনাম
◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক ◈ রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির ◈ যৌ.নকর্মীর চরিত্রে অভিনয় আমাকে মননশীল করেছে: রুনা খান ◈ ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল তারিখ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

শাহাজাদা এমরান: কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ১১টার দিকে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। দুপুর ১টার দিকে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরে আসে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়